ইউরোপের নবজাগরণ
ইউরোপের নবজাগরণ ১. নবজাগরণ এর অর্থ কি ? 👉 নবজাগরণ কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো পুনর্জন্ম। নবজাগরণ বা রেনেসাঁস কথাটি হল একটি ফ্রেঞ্চ শব্দ। মধ্যযুগে মানুষের ব্যক্তিত্ব বিকাশের কোন সুযোগ ছিল না। মানুষের মানুষের চিন্তা ও মানসিক বৃত্তি সম্পূর্ণভাবে গির্জার দ্বারা নিয়ন্ত্রিত হত। সেদিন মানুষের স্বাধীনভাবে চিন্তা করা বা মত প্রকাশের কোন স্বাধীনতা ছিল না। দীর্ঘদিনের জড়তার পর কাল ক্রমে এক বলিষ্ঠ ও স্বাধীন চিন্তাধারায় মানুষের বিকাশ ঘটতে থাকলো। এই বিকাশকেই নবজাগরণ বা রেনেসাঁস বলা হয়। ২. নবজাগরণের প্রধান বৈশিষ্ট্য গুলি কি কি আলোচনা কর। 👉 নবজাগরণ কোন হঠাৎ ঘটা ঘটনা নয়। দীর্ঘ বিবর্তনের ফলে পঞ্চদশ ষোড়শ শতকে নবজাগরণ নিজের রূপ পরিগ্রহ করে। তাই নবজাগরণের অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হলো - ১. যুক্তিবাদ- মধ্যযুগে সবকিছুই ছিল ধর্ম নির্ভর। গির্জাতে তো ধর্মযাজক রাইছিলেন মানব জীবনের ও মানব জীবনের মূল নিয়ন্ত্রক। এ যুগের মূল কথাই ছিল সবকিছু মেনে নাও কিছু জানতে চেয়ো না। গির্জা বিরোধী যে কোন বক্তব্য ছিল ক্ষমার অযোগ্য। এই সম...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন