সূর্য গ্রহণ হলে খাওয়া উচিৎ নয়। সত্য না মিথ্যা?
গ্রহণের সময়ে খাওয়া উচিত নয়?
কিন্তু কেনো?
সূর্যের আলো পড়ে না, তাই জীবাণু বাড়ে। এমন টাই বাড়ির বড় রা বলে থাকেন।
- কিন্তু এর আসল ঘটনা হলো..
আসলে, ওই সময় সূর্যের আলো পৃথিবীতে পড়েনা কারণ চাঁদ সূর্যের সামনে এসে পড়ে, কাজেই সূর্য ঢাকা পড়ে যায়(যেহেতু চাঁদ গার্ড করে) তাই তার ছায়া পড়ে অন্ধকার দেখায়।
ঠিক এরকম - ☀ 🌗 🌏
আবার,
পৃথিবী ঘুরতে ঘুরতে পৃথিবীর যে দিক টা সূর্যের সামনে আসে তখন ওই অংশে সূর্য রশ্মি পরে ও দিন হয় এবং অপর অংশে সূর্য ঢাকা পড়ে যাবার কারণেই রাত্রি ঘটে।
অর্থাৎ, ঠিক সূর্য গ্রহণের মতই আমরা প্রতি ভোরে, সন্ধ্যে, ও রাতেও সূর্য রশ্মি পাই না।
সূর্য রশ্মি না পাবার কারণে জীবাণু বেড়ে ওঠে। কিন্তু যদি এই কারণে খাওয়া বন্ধ রাখতে হয় তাহলে রাতের বেলাতেও খাওয়া দাওয়া করা উচিত নয়।কারণ তখনও পৃথিবীতে সূর্যের আলো পড়ে না।
তবে এটা সত্যি যে সূর্যের আলো ও উত্তাপ জীবাণু নাশক। কিন্তু সূর্যের আলো উত্তাপ ঋতু, জলবায়ু এবং দিন রাত্রি হবার কারণে সব সময়েই কম বেশী বাড়া কমা করতে থাকে, সেই অনুপাতে জীবাণুর সক্রিয়তা বাড়া কমা করতে থাকে,
তার জন্য কোনো সময়েই আমাদের আঢাকা খাবার খাওয়া উচিৎ নয়,
কিন্তু সূর্য গ্রহণের কারণে বিশেষ ভাবে জীবাণু উড়ে বেড়ায় এমন ধারণা ভ্রান্ত।
সূর্য গ্রহণের দিন আলাদা ভাবে কোনও magnetic power বাড়ে না। কারণ চাঁদ কিন্তু এভাবে প্রতি 27 দিন অন্তর পৃথিবীকে পাক খাচ্ছে।
অথচ কী আশ্চর্য কথা, তাহলে প্রতি 27 দিন অন্তর সূর্য গ্রহণ হয় না কেনো?
আসলে, চাঁদ পৃথিবীকে 5.14° ঝুঁকে পরিক্রম করতে থাকে, তাই সব সময় সূর্য গ্রহণ বা চন্দ্র গ্রহণ হয় না, কোনো এক নির্দিষ্ট দিনে যখন এরা একটি সরল রেখায় উপস্থিত হয়, তখন গ্রহণ দেখা যায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন