পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ধর্মসংস্কার আন্দোলন

ছবি
                 । ধর্মসংস্কার আন্দোলন । ১) ধর্ম সংস্কার আন্দোলন বলতে কী বোঝো?  ইউরোপে পোপের একচ্ছত্র কর্তৃত্ব ও দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়, তাকে রিফরমেশন বা ধর্ম সংস্কার আন্দোলন বলা হয়। ২) ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি কি ছিল? ক ) গির্জা ও পোপের দুর্নীতি - আমরা জানি খ্রিস্টানদের ধর্মগুরু ছিলেন পোপ। তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে মনে করতেন। যুগ যুগ ধরে সাধারণ ব্যক্তিদের দানে গির্জার সম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এবং এভাবে অনেক জমির মালিক ছিল গির্জা। কিন্তু এর জন্য গির্জাকে কোন ধরনের কর দিতে হতো না। উল্টে সাধারণ গরিব মানুষকে নানা ধরনের কর (Tax) দিতে হতো। যেমন ধর্ম কর, বার্ষিক কর, জন্ম কর, মৃত্যু কর প্রভৃতি। পোপ এই টাকা নিজেদের ভোগ ও বিলাসে ব্যয় করতেন এবং অনৈতিক জীবন যাপন করতেন। মদ্যপান ছিল তাদের নিত্য সঙ্গী। তখন নানা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করতেন। তারা ঈশ্বরের উপাসনা বাদ দিয়ে জাঁকজমক সহ রাজনৈতিক প্রধানী যুক্ত হতেন। পপেরা ধর্মের নানা অপব্যাখ্যা করতেন ও স্বর্গের লোভ দেখিয়ে তাদের কাছে একপ্রকার ছাড়পত্র ...